অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


ভোলায় বাস চালক ও হেলপারের উপর সিএনজি চালকদের হামলা ,আহত-২


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১২ই মে ২০২৫ রাত ১০:০৭

remove_red_eye

১৮৬



বাংলার কণ্ঠ প্রতিবেদক ॥ ভোলায় বিক্ষুব্দ সিএনজি অটো রিক্সা চালকরা  সোমবার যাত্রীবাহী বাসের চালক ও ও হেলপারদের উপর হামলা চালিয়ে মারধর করেছে। এতে গুরুতর আহত দুই জনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সিএনজি অটো রিক্সা শ্রমিকরা সড়কে তাদের গাড়ি নিবিগ্নে চলাচলের দাবীতে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ করে। বাস শ্রমিকরা অভিযোগ করেন, সিএনজি অটো রিক্সা শ্রমিকরা মানববন্ধন শেষে চলে যাওয়ার সময় দুপুরে ইলিশা বাস স্ট্যান্ড এলাকায় একটি বাস আটকানোর চেষ্টা করেন। পরে তারা ভেদুরিয়া লঞ্চঘাট এলাকায় গিয়ে একটি যাত্রীবাহী বাসের চালক ও হেলপারকে জোরপূর্বক নামিয়ে মারধর করেন। এ সময় পাহাড়িকা পরিবহনের চালক মোহাম্মদ হাসান এবং কন্ট্রাকটার মোঃ কামাল গুরুতর আহত হন। পরে কোস্টগার্ড সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠান। এ ঘটনায় তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবী জানানো হয়।  এই ঘটনাগুলো ঘিরে পরিবহন শ্রমিকদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে।