অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ২৬শে জুন ২০২০ বিকাল ০৩:৩৪

remove_red_eye

৬৯৫


দৌলতখান প্রতিনিধি :  ভোলার দৌলতখানে কাঠাল পাড়তে উঠে গাছ থেকে পড়ে বৃহস্পতিবার এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মো: ফারুক (৬৫) নামে ওই বৃদ্ধ উপজেলার চরখলিফা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মসজিদ বাড়ির মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।

মৃতের স্বজনরা জানান, বৃহস্পতিবার সকালে ফারুক প্রতিদিনের ন্যায় ক্ষেত থেকে সবজি তুলে এনে ঘরে রেখে বের হয়ে যান। সারা দিনে আর ঘরে ফিরে না এলে সন্ধার পর বাড়ির লোকজন তাকে খুঁজতে বের হন। রাত আটটার দিকে বাড়ির পাশের পুকুর পাড়ে কাঠাল গাছের সাথে একটি মই দেখে সবার সন্দেহ হলে সেখানে খুঁজে পানির মধ্যে তার মৃত দেহ পাওয়া যায়। ধারনা করা হচ্ছে মো: ফারুক গাছ থেকে পুকুরে পড়ে মারা যায়।  শুক্রবার সকালে যানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।