অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


ভোলায় একদফা দাবীতে আন্তর্জাতিক নার্সেস দিবস বজর্ন কর্মসূচি পালিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১২ই মে ২০২৫ রাত ০৮:৪২

remove_red_eye

১৪০

ডিপ্লোমা ইন নাসিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স দুটিকে স্নাতক সমমান করার দাবী


বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলায় ডিপ্লোমা ইন নাসিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স দুটিকে স্নাতক সমমান করার একদফা দাবিতে  ১২ মে আন্তর্জাতিক নার্সেস  দিবস বয়কট কর্মসূচি পালিত হয়েছে। 

সোমবার সকালে ভোলা ২৫০ শয্যা হাসপাতাল চত্বরে অবস্থা নিয়ে দিবসটি বয়কটের পাশাপাশি সকাল থেকে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করছেন। এসময়  তারা প্রতিবাদী নাটিকাও প্রদর্শন করা হয়।
ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স, মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক মর্যাদার দাবিতে গত মাসের ২০ তারিখ থেকে সারাদেশের মতো ভোলাও নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা লাগাতার আন্দোলন সংগ্রাম করছেন।


এরই অংশ হিসেবে সোমবার-সকাল ১০ টা থেকে হাসপাতাল চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন দাবির পক্ষে।  নার্সিং ও মিডওয়াইফারি কলেজের শিক্ষার্থীরা এ কর্মসূচির আয়োজন  করে।