অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


চরফ্যাশনে সমতায় তারুণ্য শীর্ষক ইন্টারঅ্যাকটিভ প্রশিক্ষণ


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১১ই মে ২০২৫ রাত ০৮:১৬

remove_red_eye

১৫০

এআর সোহেব চৌধুরী ,চরফ্যাশন : চরফ্যাশনে সমতায় তারুন্য স্লোগানে ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ এর আয়োজনে রবিবার (১১মে) বেলা ১১টায় চরফ্যাশন পৌরসভার হলরুমে কোস্ট ফাউন্ডেশন সহকারী পরিচালক  রাশিদা বেগমের উদ্বোধনের মধ্য দিয়ে দুইদিন ব্যাপী ইন্টারঅ্যাকটিভ প্রশিক্ষন প্রোগ্রাম শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন  জাগো ফাউন্ডেশন এর  ডিভিশনাল কো-অর্ডেনেটর মো: মুকিত হোসেন, ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ এর নির্বাহী পরিচালক আদিল হোসেন তপু,চরফ্যাশন ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ উপজেলা সম্মনয়কারী মনির আসলামি।
ট্রেইনার হিসাবে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ নোমান,আল- আমীন ও সাবিনা  ইয়াসমিন  দীনা।
এসময় আয়োজকরা জানান, সমাজে জেন্ডার সহিংসতা প্রতিরোধ, জেন্ডার সমতা প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রচলিত নেতিবাচক জেন্ডার ধারণাগুলোর পরিবর্তন এবং জাতীয় ও স্থানীয় পর্যায়ে যুব ও যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোকে আরও শক্তিশালী করতে প্রকল্পটি কাজ করে যাচ্ছে।
সেশনে আলোচিত চারটি মূল বিষয় ছিল, জেন্ডার স্টেরিওটাইপ,ডিজিটাল নিরাপত্তা, মিডিয়া লিটারেসি  ও অ্যাডভোকেসি। দিনব্যাপী এই সেশনে ছিল দলভিত্তিক কাজ, কুইজ, রিয়েল-টাইম রেসপন্স অ্যাক্টিভিটি এবং রিফ্লেকশন পর্ব।
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও জাগো ফাউন্ডেশন ট্রাস্টের যৌথ উদ্যোগে এবং নেদারল্যান্ডস সরকারের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।