অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনের বীর মুক্তিযোদ্ধা মো: শাহজাহান মিয়ার ইন্তেকাল


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৫শে জুন ২০২০ বিকাল ০৫:২৯

remove_red_eye

১০৩২



বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার বোরহানউদ্দিনের বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওমর শরীফের পিতা মো: শাহজাহান মিয়া (৭০) বুধবার বিকেলে রাজধানীর একটি হাপসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লা.....রাজেউন) । মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলেসহ অসংখ্য আতœীয় স্বজন রেখেগেছেন। 

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলার বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের নিজ গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে বোরহানউদ্দিন উপজেলার ঈদগাহ মাঠে প্রথম নামাজের জানাজার আগে তাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অর্নার প্রদান করা হয়।এসময় ঢাকা থেকে টেলিকনফারেন্স’র মাধ্যমে স্থানীয় সংস সদস্য (ভোলা-২) আলী আজম মুকুল এই মুক্তিযোদ্ধার মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়াও বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো: বশীর গাজী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি জসিমউদ্দিন হায়দার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডর মো: আহমদউল্লাহ, ভোলা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবিদুল ইসলাম শোক প্রকাশ করেন।