অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


মনপুরায় উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ৯ই মে ২০২৫ বিকাল ০৫:১৯

remove_red_eye

১২৩

মনপুরা প্রতিনিধি: ভোলার মনপুরায় অভিযান চালিয়ে উপজেলা ছাত্রলীগের  সভাপতি সামসুদ্দিন সাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (০৯ মে) রাত ২ টায় উপজেলা ছাত্রলীগ সভাপতি সামসুদ্দিন সাগরের নিজ বাড়িতে অভিযান চালিয়ে অপারেশন ডেভিল হান্টের আওতায় তাকে গ্রেপ্তার করা হয়।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আহসান কবিরের নের্তৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। পরে তাকে 'পুলিশের উপর হামলা মামলায়' গ্রেপ্তার দেখিয়ে ভোলা জেল হাজতে প্রেরন করা হয়েছে।

এব্যাপারে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আহসান কবির জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মনপুরা উপজেলা সভাপতি মোঃ সামছুদ্দিন সাগরের বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ নানা অপরাধের অভিযোগ আসছে। আমরা তাকে ইতিপূর্বেও গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করেছি। কিন্তু তাকে আটক করতে পারিনি। গতরাত ২ টায় অপারেশন ডেভিল হান্টের আওতায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হই। এবং তাকে 'পুলিশের উপর হামলা মামলায়' গ্রেপ্তার দেখিয়ে ভোলা জেল হাজতে প্রেরন করা হয়েছে।