অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলার চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৫শে জুন ২০২০ সকাল ১০:২১

remove_red_eye

৮১৭

চরফ্যাশন প্রতিনিধি: ভোলার  চরফ্যাশনের নুরাবাদ ইউপি  চেয়ারম্যানকে রিসিভ করে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত চরফ্যাশন বাজারের বটতলা রোডের পান ব্যবসায়ী মোঃ সিদ্দিক (২৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকৎসাধীন অবস্থায়  বুধবার (২৪ জুন) বিকেলে মারা গেছেন। নিহত ছিদ্দিক ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সিরাজ হাওলাদারের ছেলে।


স্থানীয় সূত্র জানায়, নুরাবাদ ইউপি চেয়্যারম্যান আনোয়ার হোসেন কে বেতুয়া ঘাট থেকে রিসিভ করে আসার পথে গত ২২জুন সোমবার মোটর সাইকেল দূর্ঘটনায় গুরুতর আহত হন পান ব্যাবসী ছিদ্দিক। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে নেয়া হলে সেখানে চিকৎসাধীন অবস্থায় বুধবার (২৪জুন) তার মৃত্যু হয়।

 

দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবার অভিযোগ করলে সংশ্লিষ্ট থানা আইনগত ব্যবস্থা নেবে।