বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৬ই মে ২০২৫ বিকাল ০৫:০৯
১২৫
বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলার তজুমদ্দিন উপজেলায় ইউনিয়ন বিএনপির কমিটি গঠন নিয়ে দুই প্রার্থীর কর্মীসমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। সোমবার (০৫মে) বিকেলে উপজেলার চাঁদপুর সিনিয়র ফাজিল মাদরাসা মাঠে ইউনিয়ন বিএনপির সম্মেলনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তজুমদ্দিন উপজেলায় চাঁদপুর ইউনিয়ন (উত্তর) বিএনপির কমিটি গঠনের লক্ষে সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক গোলাম মোস্তফা মিন্টু। আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ওমর আসাদ রিন্টু, যুগ্ম আহবায়ক জাকির হোসেন হাওলাদার ও শাহাদাৎ হোসেন পাটওয়ারী। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য চলাকালে সভাপতি প্রার্থী জাহিদ হাসান দিদার ও অরবিন্দ দে টিটুর কর্মীসমর্থকের মধ্যে হট্টগোল শুরু হয়। পরে দুই পক্ষের মধ্যে আধাঘন্টা ধরে চেয়ার ছোড়াছুড়ি হয়। এতে দুই পক্ষের অন্তত ১৫জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১০-১২জন তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এ অবস্থায় দুই পক্ষের লোকজনকে শান্ত করতে না পেরে উপস্থিত উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সম্মেলন স্থগিত করে চলে আসেন। পরে দুই সভাপতি প্রার্থীর কর্মীসমর্থকরা তজুমদ্দিন উপজেলা শহরেও বিক্ষোভ মিছিল করেন।
চাঁদপুর ইউনিয়নের বিএনপির সভাপতি প্রার্থী
অরবিন্দ দে টিটু জানান,দীর্ঘ ১৭ বছর পরে উত্তর চাঁদপুর ইউনিয়ন বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে সম্মেলন এর আয়োজন করে উপজেলা বিএনপি । সেই সম্মেলনে আমি একজন সভাপতি প্রার্থী। আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে যুক্ত। আজকে সম্মেলনে আমার জনপ্রিয়তা দেখে তারা পরিকল্পিত ভাবে আমার ও আমার কর্মী সমর্থকের উপর হামলা করেছে। আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ভোলা -৩ আসনের মাননীয় এমপি মেজর হাফিজ উদ্দিন আহমেদের কাছে এই ঘটনার বিচার দাবি করছি।
অন্যদিকে আরেক সভাপতি প্রার্থী জাহিদ হোসেন দিদার জানান, তার প্রতিদ্বন্দ্বী
অরবিন্দ দে টিটুর জনসমর্থন না থাকায় সে বহিরাগত লোকজন দিয়ে সম্মেলনে বিশৃঙ্খলা করে চলে যায়। এতে তার ৮-১০জন সমর্থক আহত হয়েছে।
এর আগে গত রবিবার (০৪ মে) বিকেলেও সোনাপুর ইউনিয়ন বিএনপির কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সম্মেলনেও দুই সাধারণ সম্পাদক প্রার্থীর কর্মীসমর্থকদের মধ্যে চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। এতে ৬জন আহত হয়েছে। ওই ইউনিয়নের আনন্দ বাজার এলাকায় সাধারণ সম্পাদক প্রার্থী ফিরোজ সিকদার ও জাকির হোসেন মনুর কর্মীসমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। সেখানেও উপস্থিত উপজেলা বিএনপির নেতৃবৃন্দ কমিটি গঠন স্থগিত করে চলে আসেন।
তজুমদ্দিন উপজেলা বিএনপির আহবায়ক গোলাম মোস্তফা মিন্টু সাংবাদিকদের জানান, সোমবার বিকেলে চাঁদপুর ইউনিয়ন উত্তরের কমিটি গঠন উপলক্ষে সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনের প্রথম পর্ব শান্তিপূর্ণভাবে শেষ হয়ে দ্বিতীয় পর্বে কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্ধারণ করার সময় দুইটি পদেই দুই জন করে প্রার্থী পাওয়া যায়। পরে আমরা সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের নিয়ে একটি রুমের মধ্যে সমঝোতার বসি। সেখানে সভাপতি পদে কেউ কাউকে ছাড় দিতে রাজি হয়নি। এরই মধ্যে বাইরে থাকা দুই পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের মধ্যে চেয়ার ও ফ্যাস্টুনের সঙ্গে থাকা লাঠি নিয়ে সংঘর্ষ হয়েছে। এতে ৮-১০জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। রবিবারও সোনাপুর ইউনিয়নে আমরা সম্মেলনে যাওয়ার আগেই দুই পক্ষের সঙ্গে সংঘর্ষ হয়েছে। এতে দুই ইউনিয়নের কমিটি গঠন স্থগিত রাখা হয়েছে।
মানবিকতার আলোকবর্তিকা : ভোলার প্রিয় জেলা প্রশাসক আজাদ জাহানের বিদায়বেলা
ভোলার মানবিক ডিসি মো. আজাদ জাহান অন্যত্র যোগদান, রেখে গেলেন সেবার উজ্জ্বল দৃষ্টান্ত
মনপুরায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
জুলাই সনদ ও গণভোটের আগে নির্বাচন নয় : মনপুরায় প্রফেসর কামাল উদ্দিন
মনপুরায় ধানক্ষেত থেকে হরিণ শাবক উদ্ধার
বরিশালে রেইজ প্রকল্পের দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন নানা পন্য নিয়ে উদ্যোক্তাদের মেলা
ফেব্রুয়ারিতে উৎসবমুখর ও সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা
জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জাতির উদ্দেশে যা বললেন প্রধান উপদেষ্টা
চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে : প্রধান উপদেষ্টা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক
ভোলার চরফ্যাশনে করোনা উপর্সগ নিয়ে এক নারীর মৃত্যু