অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় ট্রলারের ইঞ্জিনের আঘাতে শ্রমিকের মৃত্যু


অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ২৪শে জুন ২০২০ রাত ১১:৩৪

remove_red_eye

৮২৯

অচিন্ত্য মজুমদার:  ভোলার দৌলতখানের চৌকিঘাট এলাকায় ট্রলার তৈরীর কাজ করার সময় ইঞ্জিন মাথায় পড়ে মো: জাকির হোসেন (৪৫) নামে এক  শ্রমীকের মৃত্যু হয়েছে। আজ বুধবার রাতে ভোলা সদর জেনারেল হাসপাতে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত জাকির দৌলতখান উপজেলার পৌর ৮নং ওয়ার্ডের বাসিন্দা মো: চুন্নু মিয়ার ছেলে।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, নৌকা তৈরীর কারিগর জাকির হোসেন প্রতিদিনের মত চৌকিঘাট এলাকায় একটি ট্রলারের ইঞ্জিন বসানোর কাজ করছিলেন। এসময় অসাবধানতা বশত হাত ফসকে ইঞ্জিনটি তার মাথায় আঘাত করলে সে গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে।

কোন অভিযোগ না থাকায় জাকিরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।