অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একাধিক প্রতিষ্ঠানকে অর্থদণ্ড


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৪ঠা মে ২০২৫ সন্ধ্যা ০৭:১৫

remove_red_eye

২২০

মোঃ মহিউদ্দিন আজিম, বোরহানউদ্দিন : ভোলা জেলার বোরহানউদ্দিনে বাজারে শৃঙ্খলা ফেরাতে এবং ভোক্তা অধিকার নিশ্চিত করতে রবিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান উজ্জামান-এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে পৌর বাজারের কাচামাল, মুদি মনোহারী দোকান, গার্মেন্টস পণ্য বিক্রয় কেন্দ্র, ফার্মেসী এবং ডায়াগনস্টিক সেন্টারসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়।
 
অভিযানে ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনা না করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়। এছাড়াও নিত্যপ্রয়োজনীয় পণ্য নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি না করতে সংশ্লিষ্টদের সতর্ক করা হয় । পাশাপাশি অভিযানে কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এর মধ্যে, নাছির স্টোর এ মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ হাজার টাকা ,মেসার্স রহমান মেডিকেল (স্বত্বাধিকারী: আতিকুর রহমান সবুজ) কে লাইসেন্স নবায়ন না করা এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে একই আইনের ৫১ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
 
এছাড়াও এসএস মেডিকেল সার্ভিসেস সেন্টার-এর ল্যাবে মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়া যায় এবং সেবার মূল্য তালিকা না থাকায় মেডিকেল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
 
অভিযানকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নিরুপম সরকার সোহাগ, স্যানিটারি ইন্সপেক্টর নাছির উদ্দিন এবং বোরহানউদ্দিন থানা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।