অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


ভোলায় আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিক দলের সমাবেশ ও র‌্যালী


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩রা মে ২০২৫ বিকাল ০৫:৫৬

remove_red_eye

১১৮

বাংলার কণ্ঠ ডেস্ক : “চাই নিরাপদ কর্মপরিবেশ, সুস্থ শ্রমিক ও উন্নত দেশ” এই স্লোগানকে সামনে রেখে ভোলায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে শ্রমিক সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে ভোলা জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়।র‌্যালিটি শহর প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিতে শ্রমিকরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন নিয়ে শ্রমজীবী মানুষেরা এতে অংশ নেন। এসময় শ্রমিকদের অধিকার আদায়ে নানা রকম স্লোগান দেন তারা।
র‌্যালি শেষে সমাবেশে ভোলা জেলা শ্রমিক দলের সভাপতি সহিদুল আলম মানিকের সভাপতিত্বে ও জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক তানভির হোসেন তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা বিএনপির আহবায়ক গোলাম নবী আলমগীর। এ সময় বিশেষ অতিথি ছিলেন, ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম-আহবায়ক হুমায়ুন কবীর সোপান, জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ইয়ারুল আলম লিটন, ভোলা সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন , ভোলা সদর উপজেলা শ্রমিক দলের আহবায়ক আওলাদ হোসেন সদস্য সচিব আব্দুল কাদের বিপ্লব, পৌর শ্রমিক দলের রফিকুল ইসলামসহ জেলা, সদর উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের শ্রমিক দলের নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, মালিক-শ্রমিক সম্পর্ক আরও সুদূর প্রসারী করতে হবে। শ্রমিক ও মালিক পরস্পরের প্রচেষ্টাই একটি আত্মনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারে। তাই আগামী দিনে দেশ নায়ক তারের রহমানের নেতৃত্ব যখন গনতান্ত্রিক বাংলাদেশ পূর্ন প্রতিষ্ঠিত হবে তখনই আমরা শ্রমিকদের অধিকার ফিরে পাবো।
তারা আরো বলেন, আমরা চাই শ্রমিকের ন্যয্য অধিকার ফিরে পাক। শ্রমিকরা তিন বেলা ঠিকমতো খাবার খাক।প্রত্যেকটি সেক্টরে যেন শ্রমিকদের মূল্যায়ন করা হউক এটাই দাবি। শ্রমিকদের কথা চিন্তা করে শ্রম মন্ত্রনালয়কে আরো সক্রিয় করা শ্রমিক বান্ধব করে শ্রমিকদের পাশে থাকার আহবান জানান।