অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


ভোলায় শ্রমিক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা মে ২০২৫ রাত ১১:৩৫

remove_red_eye

১৫০

এইচ আর সুমন : ভোলা প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় জেলা বিএনপি কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ভোলা জেলা শাখার সভাপতি সহিদুল আলম মানিকের সভাপতিত্বে ও জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক তানভীর হোসেন তালুকদারের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কবির হোসেন, সদর থানা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, জেলা শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি রফিকুল ইসলাম, জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সদর থানা শ্রমিক দলের সভাপতি আওলাদ হোসেন বাহার, সদস্য সচিব আব্দুল কাদের বিপ্লব সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন শ্রমিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে বক্তারা শ্রমিক দলের উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।