অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


তজুমদ্দিন উপজেলার চাঁচড়া ইউনিয়ন বিএনপি'র কমিটি গঠন


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২রা মে ২০২৫ রাত ০৮:৪৬

remove_red_eye

২১৭

ফখরে আজম পলাশ, তজুমদ্দিনঃ ভোলার তজুমদ্দিন উপজেলার ৪নং চাঁচড়া ইউনিয়ন বিএনপি'র কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২ মে) সকালে চাঁচড়া ইউপি প্রাঙ্গনে আয়োজিতে এক সম্মেলনে এ কমিটি গঠন করা হয়। ইউনিয়ন বিএনপি'র সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম নিরবের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি'র আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টু, প্রধান বক্তা সদস্য সচিব ওমর আসাদ রিন্টু, বিশেষ অতিথি সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন হাওলাদার, যুগ্ম আহ্বায়ক হাসান মাকসুদুর রহমান, একেএম মহিউদ্দিন জুলফিকার, শাহাদাত হোসেন পাটোয়ারী, জাকির হোসেন মনু, সদস্য আবুল কালাম নিরব, উপজেলা যুবদল আহবায়ক হাসান মোহাম্মদ সাফা পিন্টু, যুগ্ম আহ্বায়ক ফখরে আজম পলাশ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন, উপজেলা ছাত্রদল আহ্বায়ক মামুন হোসেন প্রমুখ।

সভায় কাউন্সিলিংয়ের মাধ্যমে সর্বসম্মতিক্রমে জাহাঙ্গীর হাওলাদারকে সভাপতি ও ইব্রাহীম হাওলাদারকে সাধারণ সম্পাদক ঘোষণা করে পূর্নাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেন উপজেলা বিএনপি।