অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে ভোলায় গোলটেবিল বৈঠক


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩০শে এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:৩৭

remove_red_eye

২১০

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় গ্রামীন জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) তাদের হলরুমে আলোচনা সভার আয়োজন করে।
দিবষটির এবারের প্রতিপাদ্য ছিলো “জীবনের প্রয়োজনে চাই শিক্ষা, সংকটকালেও সুরক্ষিত চাই শিক্ষা” 
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন ভোলা সদর উপজেলার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রকিবুল হাসান। সভায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থার  পরিচালক এ্যাডভোকেট বিথি ইসলামের সভাপতিত্বে  বক্তব্য রাখেন জিজেইউএস এর পরিচালক (অর্থ ও হিসাব) মোঃ মোস্তফা কামাল এবং অতিরিক্ত পরিচালক (এইচআর ও অ্যাডমিন) মোঃ আজাদ হোসেন।
সভাটি সঞ্চালনা করেন জিজেইউএস এর সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ আলমগীর হোসেন।
 
আলোচনায় স্থানীয় পর্যায়ে শিক্ষার মানোন্নয়ন, প্রযুক্তির ব্যবহার, ঝরেপড়া রোধ এবং সংকটকালীন শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে সরকার ও সুশীল সমাজের আরও ঘনিষ্ঠ সহযোগিতার উপর গুরুত্বারোপ করেন। বৈঠকে শিক্ষাবিদ, স্থানীয় নেতৃবৃন্দ, নাগরিক সমাজের নেতৃবৃন্দ, শিক্ষক সংগঠনের প্রতিনিধি, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, এসএমসি সদস্য ও গন মাধ্যম কর্মী অংশ নেয়।