অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


ভোলায় মেডিকেল কলেজ হাসপাতালসহ ৫ দফা দাবীতে মশাল মিছিল অবস্থান কর্মসূচি  


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৯শে এপ্রিল ২০২৫ রাত ১১:০০

remove_red_eye

২৪২

বাংলা কন্ঠ প্রতিবেদক : ভোলার ঘরে ঘরে আবাসিক গ্যাস সংযোগ, মেডিকেল কলেজ, ভোলা-বরিশাল সেতুসহ পাঁচদফা দাবিতে গত ১৮ এপ্রিল থেকে আন্দোলন শুরু করেন স্থানীয় ছাত্র-জনতা। এ আন্দোলনের অংশ হিসেবে ওই দিন রাতে ভোলা থেকে ঢাকায় নেওয়ার পথে ইন্ট্রাকো কম্পানির গ্যাসবাহী গাড়ি আটকে দেয়। এর পর থেকেই লাগাতার বিভিন্ন কর্মসূচি পালন করছেন যাচ্ছেন তারা। এ কমসূচীর আলোকে গত ২৭এপ্রিল ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনেও মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ প্রেক্ষিতে ২৮এপ্রিল এসকল দাবি-দাওয়া নিয়ে জ¦ালানী উপদেষ্টা তাদের সঙ্গে বৈঠকে বসেন। কিন্তু ওই বৈঠকে জ¦ালানী উপদেষ্টা আবাসিক গ্যাস সংযোগ দেওয়া যাবে না বলে জানিয়ে দেয় এবং স্বাস্থ্য উপদেষ্টাও মেডিকেল কলেজ করার বিষয়ে নেতিবাচক কথা বলেন। এ সকল দাবি আদায়ে আবারও আন্দোলনে নেমেছেন স্থানীয়রা। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেল ৩টা থেকে ভোলা শহরের বাংলাস্কুল মাঠে ভোলার সর্বস্তরের জনগনের ব্যানারে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করা হয়। পরে রাত ৮টার দিকে ভোলা শহরের একটি মশাল মিছিল বের করেন আন্দোলনকারীরা। মশাল মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাংলাস্কুল মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর ভোলা জেলা সভাপতি মোবাশি^র উল্লাহ চৌধুরী, ভোলা সদর উপজেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক শাখাওয়াত শাকিল, ভোলা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক তানভীর আহমেদ, দক্ষিণ দিঘলদী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহ নেওয়াজ মনির প্রমুখ। সভায় বক্তারা বলেন, আমাদের যে পাঁচদফা দাবি ভোলার ঘরে ঘরে গ্যাস সংযোগ, মেডিকেল কলেজ, ভোলা-বরিশাল সেতু, গ্যাস ভিত্তিক শিল্প কারখানা ও ইন্ট্রাকোর সঙ্গে গ্যাস নেওয়ার চুক্তি বাতিল এগুলো নতুন কোনো দাবি নয়। আমার এ সকল দাবি আদায়ে দীর্ঘ দিন ধরে আন্দোলন করে যাচ্ছি। কিন্তু স্বৈরাচার আওয়ামী লীগ সরকার এ সকল দাবির বিষয়ে কোনো কর্ণপাত করেনি। আমার আশা করেছি এই অন্তর্বর্তী সরকার আমাদের যৌক্তিক দাবীগুলো মেনে নিবে। কিন্তু আমার দুখের সঙ্গে লক্ষ করেছি, ইন্ট্রাকোর সঙ্গে সম্পৃক্ত আওয়ামী লীগ সরকারের সাবেক বিদ্যুৎ ও জ¦ালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের খপ্পরে পড়েছে বর্তমান জ¦ালানী উপদেষ্টা। সে নসরুল হামিদের খপ্পরে পড়ে ভোলার মানুষের ন্যায্য দাবিকে উপেক্ষা করছে। আমার এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা সরকারকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাবো এবং আমাদের দাবি আদায় করেই আমরা ঘরে ফিরবো। বক্তারা আরো বলেন, ভোলাবাসীর গত কয়েক দিনের আন্দোলনের মুখে জ¦ালানী উপদেষ্টার গত ২৮ এপ্রিল ঢাকায় আন্দোলনকারী প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন। কিন্তু ওই বৈঠকে আবাসিক গ্যাস সংযোগ ও মেডিকেল কলেজের বিষয়টি সরাসরি না বলে দেন। তবে বাকী দাবির পক্ষে আশ^াস দিয়ে বৈঠক শেষ করেন। আশা ছিলো ওই বৈঠকে জ¦ালানী উপদেষ্টা ভোলাবাসীর দাবিগুলো মেনে নিবেন। কিন্তু সে দাবিবাসীর দাবি উপেক্ষা করেছেন। তাই এ সকল দাবি আদায় না হওয়া পর্যন্ত ভোলা থেকে কোনো গ্যাস ঢাকায় নিতে দেওয়া হবে না এবং এ সকল দাবি আদায়ে আগামী সাতদিন লাগার আন্দোলনের পাশাপাশি কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।