অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ২৬শে এপ্রিল ২০২৫ রাত ০৮:৩২

remove_red_eye

৬৭০

দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে  কম্বাইন্ড হারভেস্টার মেশিনে অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে বিএনপি  নেতাকর্মীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্য ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন  করেছে ইউনিয়ন বিএনপি।
 
শনিবার (২৬ এপ্রিল)  বিকাল ৫ টায় চরপাতা ইউনিয়নের কাজিরহাট বাজারে বিএনপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন  অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে চরপাতা  ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি  কামাল মাঝি বলেন, স্থানীয় আওলাদ মাঝি নামে এক ব্যক্তি তার হারভেস্টার মেশিনে  আগুন লাগিয়ে ইউনিয়ন  বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে  নানা অপপ্রচার  চালাচ্ছে ।  এতে বিএনপি  নেতাকর্মীদের ভাবমূর্তি  চরমভাবে ক্ষুন্ন হচ্ছে। তিনি বলেন, আওলাদ মাঝি কৃষক লীগ নেতা। আওলাদ মাঝি আওয়ামী সরকারের  আমলে বিএনপি নেতাকর্মীদের  নানাভাবে হয়রানি  করেছিল। এখন আবার তার মেশিনে  আগুন দিয়ে বিএনপি  নেতাকর্মীদের ভাবমূর্তি ক্ষুন্ন করছে। সে বিভিন্ন মামলার আসামী।  কৃষকলীগ নেতা আওলাদ মাঝির এহেন কর্মকান্ডের তীব্র  নিন্দা জানানো হয় সংবাদ সম্মেলনে।   এসময় বিএনপি  নেতা ও সাবেক চেয়ারম্যান  নাজিম উদ্দীন হাওলাদার, চরপাতা ইউনিয়ন বিএনপির  সাধারণ সম্পাদক  ফখরুল মোল্লা, বিএনপি  নেতা মীর গিয়াসউদ্দিন,  চরপাতা ইউনিয়ন  যুবদলের যুবদলের যুগ্ম আহ্বায়ক আজাদ, কৃষকদল নেতা সামছু মাঝিসহ বিএনপি  নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।