অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


আওয়ামীলীগের উপর মানুষের আস্থা বেড়েছে : এমপি শাওন


জসিম জনি

প্রকাশিত: ২৩শে জুন ২০২০ রাত ০৮:৩৩

remove_red_eye

৯১৪



লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে বাংলাদেশ আওয়ামীলীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে থানার মোড়ে অবস্থিত দলীয় কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।
এসময় তিনি বলেন, আওয়ামীলীগ প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই দেশের জনগণের কল্যাণে কাজ করছে। আওয়ামীলীগ সরকার সব সময় জনগণ বান্ধব। যার জন্য আওয়ামীলীগের উপর মানুষের আস্থা বেড়েছে। তাই দেশে আওয়ামীলীগ একটি জনপ্রিয় রাজনৈতিক দল।
উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে এসময় লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, পৌর আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, যুগ্ম-আহŸায়ক আ.ন.ম শাহজামাল দুলাল, পৌর যুবলীগের সভাপতি ফরহাদ হোসেন মেহের প্রমূখ উপস্থিত ছিলেন।