অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশ কোরআন-হাদিসের লঙ্ঘন : মাওলানা তারেক


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ২৫শে এপ্রিল ২০২৫ রাত ০৯:০০

remove_red_eye

২০০

দৌলতখান প্রতিনিধি : নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশ কোরআন-হাদিসের লঙ্ঘন বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম তারেক। শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে ইসলামী আন্দোলন দৌলতখান উপজেলা শাখা আয়োজিত পৌর শহরে দ্বী-বার্ষীক সম্মেলনে তিনি এসব কথা বলেন।' তিনি আরও বলেন, বিশেষ করে বিয়ে, তালাক, উত্তরাধিকার এবং ভরণপোষণের ক্ষেত্রে নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করার সুপারিশগুলো নিয়ে বেশি আলোচনা হচ্ছে। কিছু সুপারিশ নিয়ে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেন । কোরআন সাথে সাংঘর্ষিক এমন আইন বাতিল করার আহ্বান জানান তিনি। পরে দ্বি-বার্ষিক সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলার সভাপতি মাওলানা আতাউর রহমান দুই বছর মেয়াদি ইসলামী আন্দোলন বাংলাদেশ দৌলতখান উপজেলা শাখার কমিটি ঘোষণা করেন। কমিটিতে সভাপতি পদে মাওলানা আবু সাইদ আব্বাসি, সহ-সভাপতি মাওলানা ইউসুফ, সহ-সভাপতি মাওলানা আমজাদ হোসাইন নাঈম ও সাধারণ সম্পাদক পদে মাওলানা হেলাল উদ্দিনকে ঘোষণা করে এ কমিটি গঠন করেন। এসময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ আদনান, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাওলানা ইসরাফিল আলম, অন্যদের মধ্যে মাওলানা রহমাতুল্লাহ, আবুল কালাম, ইকবাল মাহমুদ, মোক্তার হোসেন, মাওলানা দেলোয়ার হোসেন পাটোয়ারী প্রমুখ।