অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


চিরকুট লিখে ভোলায় এসএসসি পরীক্ষা খারাপ হওয়ায় শিক্ষার্থী আত্মহত্যা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৪শে এপ্রিল ২০২৫ রাত ১০:৩১

remove_red_eye

২১৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক: এসএসসি পরীক্ষা ভালো না হওয়ায় ভোলায় মালিহা আফরিন সিমি (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। মৃতের পরিবারের দাবি, পরীক্ষা ভালো না হওয়ায় পরিবার ও সমাজকে মুখ দেখাতে পারবেনা এমন চিরকুট লিখে আত্মহত্যা করেছে এ শিক্ষার্থী। বুধবার রাতে ভোলা সদর উপজেলার বাপ্তা গ্রামের নিজ বাড়ি থেকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে পুলিশ। সিমি বাপ্তা মুছাকান্দি গ্রামের সাইফুল ইসলাম ফরাজি মেয়ে। এবছর মাছুমা খামন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় । নিহতের পরিবার ও স্থানীয়রা জানান,সিমি এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে গনিত ও আইসিটি পরীক্ষা খারাপ হয়। বৃহস্পতিবার গাহস্থ বিজ্ঞান পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিলো । তবে আগের পরীক্ষা ভালো হয়নি তার। এ জন্য সিমির মন খারাপ ছিল।তাই বুধবার রাতে রেজাল্ট ভালো হবেনা ভেবে চিরকুট লিখে নিজ রুমে সিলিং ফ্যানের সাথে লজ্জায় আত্মহত্যা করেন। দীর্ঘ সময় ধরে সিমির সাড়াশব্দ না পেয়ে তাকে ডাকতে যান মা আকলিমা বেগম। মেয়ে রুমের দরজা না খোলায় দরজা ভেঙে ঘরে ঢুকেন মা। পরে তিনি মেয়ের নিথর দেহ ফ্যানের সঙ্গে ঝুলতে দেখতে পান। মায়ের চিৎকারে আত্মীয় স্বজনরা ছুটে আসে। পরে পুলিশকে খবর দেওয়া হয়। ভোলার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল রিপন চন্দ্র সরকার বলেন, খবর পেয়ে রাতেই পুলিশের একটি টিম গিয়ে ঘটনাস্থল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। নিহতের পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, পরীক্ষা খারাপ হওয়ায় আত্মহত্যা করেছেন তিনি। এ ব্যাপারে পরিবার কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া শিক্ষার্থীর লাশ স্বজনকে বুঝিয়ে দেওয়া হয়।