অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় পানিতে ডুবে ও সাপের কামড়ে দুইজনের মৃত্যু


অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ২৩শে জুন ২০২০ দুপুর ০১:১৬

remove_red_eye

৭৩৬

অচিন্ত্য মজুমদার :: ভোলার দৌলতখান ও তজুমদ্দিনে পৃথক ঘটনায় এক শিশুসহ দু'জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন পানিতে ডুবে ও অপর একজনের সাপের কামড়ে মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৩জুন) ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

মৃতরা হলেন, জেলার দৌলতখান উপজেলা সদরের শরীফ হোসেনের ছেলে তাহমিদ (০৩) ও তজুমদ্দিন উপজেলা সদরের বাসিন্দা শাহাবুদ্দিন (৪৫)।

ভোলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডাক্তার তৈয়বুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, গত রবিবার সাপের কামড়ে গুরুতর অসুস্থ অবস্থায় তজুমদ্দিনের বাসিন্দা শাহাবুদ্দিনকে ভোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আজ মঙ্গলবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অপরদিকে দৌলতখান উপজেলা শহরে পুকুরের পানিতে ডুবে যাওয়া মুমূর্ষ তাহমিদ নামে এক শিশুকে ভোলা জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।





আরও...