অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলার লালমোহনে করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু 


অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ২৩শে জুন ২০২০ রাত ০১:১৫

remove_red_eye

৯৩৪

অচিন্ত্য মজুমদার :: ভোলায় লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নে করোনা উপসর্গ নিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ সোমবার রাত ৮টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে লালমোহন হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 
লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ মহসিন খান জানান, চরভূতা ইউনিয়নের সাজিরহাট গ্রামের বাসিন্দা ৮০ বছরের বৃদ্ধ আমির হোসেন গত ৭ দিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। রাতে তার শ্বাসকষ্ট বেড়ে গেলে গুরুতর অসুস্থ্য অবস্থায় তাকে লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধের মৃত্যু হয়। পরে তাকে সরকারি নিয়ম অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে দাফন করা পরামর্শ দেয়ার পাশাপাশি নমুনা সংগ্রহ করে স্বাস্থ্যবিভাগ।