অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


লালমোহনে পুকুর থেকে ৯ মাসের শিশুর লাশ উদ্ধার


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২২শে জুন ২০২০ রাত ১০:৪৫

remove_red_eye

৭১০

লালমোহন প্রতিনিধি:: ভোলার লালমোহনে পুকুর থেকে সাদিয়া আক্তার নামের ৯ মাসের এক কন্যা শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার ভোরে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মুসা বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। সাদিয়া ওই এলাকার আল আমিনের কন্যা।


এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন লালমোহন থানার এসআই মো. ইউসুফ। পরে লাশ ময়না তদন্তের জন্য ভোলা মর্গে প্রেরণ করা হয়েছে।


এব্যাপারে এসআই ইউসুফ বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে আমাদের সন্দেহ হওয়ায় লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে মূল ঘটনা জানা যাবে।