অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


ভোলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৫ই এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:৪৯

remove_red_eye

১৮৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ২০২৪-২০২৫ অর্থবছরে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ভোলা সদরের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি অফিসের আয়োজনে বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ভোলা অঞ্চলের উপ-পরিচালক মোঃ খায়রুল ইসলাম মাল্লিক।

সভাপতিত্ব করেন ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান। উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভোলা সদর উপজেলার কৃষি অফিসার মোঃ কামরুল হাসান। পরে ৮ হাজার ২০০শত কৃষকের মাঝে ৫ কেজি উফসি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএফপি ও ১০ কেজি করে এমওপি সার বিনামূল্যে বিতরন করা হয়।   এই কার্যক্রমের মাধ্যমে কৃষকদের মাঝে আউশ চাষে আগ্রহ বৃদ্ধি পাবে এবং ফলন বৃদ্ধির মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে।