অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ বরণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৪ই এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:৩৯

remove_red_eye

২২২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : দ্বীপ জেলা ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়েছে নতুন বাংলা বছর ১৪৩২ সালকে।
আজ সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি  আনন্দ শোভাযাত্রা  বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে  অফির্সাস ক্লাব প্রাঙ্গনে এসে শেষ হয়।


পড়ে সেখানে  আনন্দমুখর পরিবেশে পান্তা ইলিশ খাওয়া ও  সাংস্কৃতিক অনুষ্ঠান সঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা । এসময়  রংবেরঙের নানা সাজে সজ্জিত হয়ে শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী নানা শ্রেণী পেশার মানুষ নতুন বাংলা বছরকে স্বাগত আনন্দ উৎসবে মেতে ওঠে।এসময় অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান,  পুলিশ সুপার মোঃ শরিফুল হক,  জেলা বিএনপি আহ্বায়ক গোলাম নবী আলমগীর সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।