অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ১৩ই এপ্রিল ২০২৫ | ৩০শে চৈত্র ১৪৩১


ভোলায় বসুন্ধরা শুভসংঘের দেয়া ধর্মীয় বই পেয়ে খুশি মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১২ই এপ্রিল ২০২৫ রাত ০৮:২৪

remove_red_eye

১৬

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে মাদরাসায় ফতোয়ায়ে ফকীহুল মিল্লাত নামের ধর্মীয় বই প্রদান করা হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে ভোলা পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের ভদ্র পড়ায় অবস্থিত বায়তুর রহমান কওমি মাদরাসায় এ বই বিতরণ করা হয়। মাদরাসাটি গত পাঁচ বছর ধরে চলে আসছে। মাদরাসাটিতে বেশ কয়েকজন এতিম শিক্ষার্থীও রয়েছে। দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের পাঠদান ও স্থানীয় বিভিন্ন লোকের মাসলা-মাসায়েলর জানার জন্য একটি ফতওয়ার কিতাব প্রয়োজন ছিলো। মাদরাসার পরিচালক বিষয়টি নিয়ে বসুন্ধরা শুভ সংঘের ভোলা জেলার সদস্যদের শরণাপন্ন হলে শুভ সংঘের বন্ধুরা ১২ খন্ডের নতুন ফতওয়ায়ে ফকীহুল মিল্লাত নামের কিতাবটির ব্যবস্থা করে দেন। নতুন কিতাব পেয়ে মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ের পাশাপাশি বসুন্ধরা গ্রুপের জন্য মন খুলে দোয়া করেন।
মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা তালহা জানান, মাদরাসার জন্য দীর্ঘ দিন ধরে এ ফতোয়ার কিতাবটি খুব প্রয়োজন ছিলো। বিষয়টি বসুন্ধরা শুভ সংঘের সদস্যদের জানালে তারা কিতাবটি ব্যবস্থা করে দেন। এই জন্য বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানসহ শুভ সংঘের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাই৷ আল্লাহর কাছে এই দোয়া করি যেনো বসুন্ধরা গ্রুপর সব সময় দ্বীন ও মানবতার সঙ্গে থাকতে পারে।
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভ সংঘের ভোলা জেলার উপদেষ্টা ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মো. জুন্নু  রায়হান, উপদেষ্টা মো. শরাফত হোসেন, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি ইকরামুল আলম, বসুন্ধরা শুভসংঘের জেলা সভাপতি সভাপতি মো. শাফায়াত হোসেন, ইভেন্ট সম্পাদক মো. সাইদুর রহমান, স্বাস্থ্য ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মো. মুছা কালিমুল্লা নয়ন, সদস্য মো. নাইমুর রহমান ও মো. জিহাদ প্রমুখ।