অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ১৩ই এপ্রিল ২০২৫ | ৩০শে চৈত্র ১৪৩১


ভেলুমিয়াতে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার আয়োজনে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১২ই এপ্রিল ২০২৫ রাত ০৮:১৩

remove_red_eye

২১

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের চন্দ্র প্রসাদ কে-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ে দিনব্যাপী এক ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। শনিবার (১২ এপ্রিল) পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এই ক্যাম্পের আয়োজন করে।
ক্যাম্পে বরিশাল ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকগণ রোগীদের সেবা প্রদান করেন। এ দিন মোট ১৮০ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করা হয় এবং তাদের মধ্যে ২০ জন রোগীকে ছানি অপারেশনের জন্য বরিশাল ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে প্রেরণ করা হয়। রোগীদের সেবা প্রদান ও ছানি অপারেশন সম্পূর্ণ বিনামূল্যে প্রকল্পের সহযোগিতায় সম্পন্ন করা হবে।
চক্ষু ক্যাম্পে জিজেইউএস-এর টেকনিক্যাল অফিসার মোঃ মিঠুন মণ্ডল সহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। চক্ষু চিকিৎসা গ্রহণকারীরা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং গ্রামীণ জনগণের স্বাস্থ্যসেবায় এ ধরনের কার্যক্রমকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন।