অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


চরফ্যাশনে মাদকসহ দুই জন গ্রেফতার


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে জুন ২০২০ রাত ১২:৫১

remove_red_eye

৭২৯

চরফ্যাশন প্রতিনিধি:: ভোলার চরফ্যাশনে ২৫ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আল আমিন ও যুবলীগ কর্মী জসিম কে চরফ্যাশন থানা পুলিশ গ্রেফতার করে রবিবার আদালতে সোপর্দ করেছেন। আলামিন চরফ্যাশন পৌরসভা ৪ নং ওয়ার্ডের হাজি বেলায়েত হোসেন তোতার ছেলে, জসিম উপজেলার আলীগাও  গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, শনিবার দুপুরে এস  আই নাজমুল ইসলাম সংগীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে চরফ্যাশন পৌরসভার ২নং ওয়ার্ডের কালিয়া কান্দি সড়কে জনৈক আলী মেম্বারের বাড়ীর সামনে পাকা রাস্তার উপর থেকে তাদের গ্রেফতার করেন। এঘটনায় উপজেলার খোদেজাবাগ গ্রামের আবুল কালামের ছেলে সোহাগসহ তিন জনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। মামলার অপর আসামী সোহাগ পলাতক রয়েছে।

 

চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ শামসুল আরেফিন এর সত্যতা নিশ্চিত করেছেন।