অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ১৪ই এপ্রিল ২০২৫ | ৩০শে চৈত্র ১৪৩১


ভোলায় কোস্ট ফাউন্ডেশন ও জাগো নারীর ভলান্টিয়ারদের যৌথ সমন্বয় সভা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৯ই এপ্রিল ২০২৫ রাত ০৯:২৫

remove_red_eye

১০৩

মোঃ আমির হোসাইন,: ভোলায় কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে দূর্যোগ পূর্বপ্রস্তুতিমুলক প্রকল্পএর অধীনে জাগনারীর ও সেচ্ছাসেবক এবং কোস্ট ফাউন্ডেশনের মধ্যে প্রকল্প সমন্বয় সভা, কোস্ট ফাউন্ডেশনের প্রশিক্ষণ কক্ষে গত বুধবার অনুষ্ঠিত হয়েছে। স্টার্ট ফান্ড বাংলাদেশ ডিজাস্টার রিক্স ফাইনান্সিং সহায়তার আওতায় এই প্রকল্পের বাস্তবায়ন হবে বলে সভায় জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন, জাগোনারীর প্রজেক্ট ম্যানেজার মো মোস্তাফিজুর রহমান, সভাটি সঞ্চালনা করেন, এবং শভেচ্ছা বক্তব্য দেন, ভোলা প্রকল্প সমন্বয়কারী কোস্ট ফাউন্ডেশন,সিপিসিআরবি প্রকল্পর খোকন চন্দ্র শীল, প্রকল্পের মূল বিষয়বস্তু উপস্থাপন করে তিনি বলেন, প্রকল্পের কর্মএলাকা হলো চরফ্যাশন উপজেলার নজরুল নগর ও মুজিব নগর ইউনিয়ন।এ প্রকল্পের বাজেট ৩৮ লক্ষ্য টাকা। প্রকল্পের আওতায় যে সমস্ত কাজ গুলো বাস্তবায়ন করা হবে তা হলো : ১৫টি সাক্লোন সেল্টারে রিপেয়ারিং ও মেইন্টেনেস এর কাজ, ওয়াটার ও স্যানিটেশন এর সুবিধাগুলি নিশ্চিত করা, বিশুদ্ধ পানি সররাহের জন্য রিজার্ভ পানির ট্যাংকি ও ফিল্টারে ব্যবস্থা করা, আলোর সল্পতা দূর করার জন্য সাইক্লোন সেল্টারগুলিতে সোলার লাইটের ব্যবস্থা করা হবে। সেল্টারগুলোতে স্ট্রেচার, মাইক, ফার্স্ট এইড বক্স ও জরুরি বার্তা সার্বক্ষণিক প্রচারের জন্য সোলার রেডিও এর ব্যবস্থা করা হবে। এছাড়াও দুর্যোগের সময় যাতে মানুষ নিরাপদে আশ্রয় কেন্দ্রে আসতে পারে তার জন্য আশ্রয় কেন্দ্রের কানেকটিং রাস্তাগুলিও মেরামত করা হবে। সভায় আরো বক্তব্য প্রদান করেন কোস্ট ফাউন্ডেশনের, একাউন্স এন্ড এডমিন অফিসার মো: ইব্রাহিম, লজিষ্টিক ও প্রোকরুপমেন্ট অফিসার,মাকসুদুর রহমান, হেস অফিসার নিশি বেগম। জাগনারীর পক্ষে আলোচনা করেন, জাগোনারী প্রকল্প অফিসার মো: আসাদুজ্জামান (সবুজ).সেচ্ছাসেবক মো: আমির হোসাইন, নোমান, খাদিজা প্রমূখ। সভায় উপস্থিত বক্তারা বলেন, কোস্ট ফাউন্ডেশন ও জাগোনারী দুর্যোগে সব সময় মানুষের পাশে আছে এবং পাশে থাকে। আগামী এপ্রিল-মে, অক্টোবর ও নভেম্বর দুর্যোগের মাস। এর পূর্বেই কর্মএলাকর আশ্রয় কেন্দ্রগুলিকে ব্যবহার উপয়োগী করে, প্রস্তুত রাখার কথা তারা বলেন। তারা আরো বলেন, আমরা দেখেছি দুর্যোগ কালিন সময়ে শেল্টারের চাবি পাওয়া যায়না, মাইকের ব্যাটারী থাকে না, নারী-পুরুষরা তাদের মালামাল রেখে শেল্টারে আসতে চায়না। তারা আরো বলেন, দুর্যোগের সময়ে আমাদেরকে বিভিন্ন সংগঠন যেমন সি পিপি, রেডক্রিসেন্ট সহ বিভিন্ন সংগঠনের সাথে সমন্বয় করে, কাজ করতে হবে। আমদেরকে রাজনৈতিক প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে হবে। সুবিধা ভুগি নির্বাচনের সময় শক্ত মনিটরিং করতে হবে। সভাপতি তার বক্তিতায় বলেন, আমরা সবসময় আমাদের সততার সাথে কাজ করবো, গরীব ও আসহায় মানুষের ক্ষয়ক্ষতি কি ভাবে কমিয়ে আনাযায় তার জন্য কোস্ট ফাউন্ডেশ ও জাগোনারী সমস্বয়ের মাধ্যমে কাজ করবো আমরা দুর্যোগেকালীন আসহা ও গরীব মানুষের সহায়তায় সদা তাদের পাশে আছি।