অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ১৪ই এপ্রিল ২০২৫ | ৩০শে চৈত্র ১৪৩১


মনপুরায় ছাত্রদল'র উদ্যোগে ইসরায়েল বিরোধী অবস্থান ও বিক্ষোভ


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ৯ই এপ্রিল ২০২৫ বিকাল ০৪:৪৫

remove_red_eye

৮৬

সোহাগ মাহামুদ সৈকত, মনপুরা প্রতিনিধি : ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে ভোলার মনপুরায় অবস্থান ও বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রদলের নেতা কর্মিরা। উপজেলা ছাত্রদলের একাত্মতায় হাজীর হাট ইউনিয়ন ছাত্রদল ও মনপুরা সরকারি কলেজ ছাত্রদল পৃথক কর্মসূচি পালন করেছে। বুধবার (০৯ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলার হাজীর হাট বাজার থেকে ইসরায়েল বিরোধী প্রতিবাদ মিছিল বের করে হাজীর ইউনিয়ন ছাত্রদল। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে দুপুর ১২ টায় হাজীর বাজারে এসে শেষ হয়। বাজারের জিরো পয়েন্টে অবস্থান ও বিক্ষোভ সমাবেশ করে হাজীর হাট ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মিরা। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রাজিবুর রহমান পরশ, আহবায়ক সদস্য মোঃ আফসার উদ্দিন, হাজির হাট ইউনিয়ন ছাত্রদল সভাপতি মেহেদী রুবেল, সাধারণ সম্পাদক মোঃ সাব্বির হোসেন, ১নং মনপুরা ইউনিয়ন ছাত্রদল সভাপতি আব্দুল মতিন হাওলাদার সহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। এদিকে সকাল সাড়ে ১০ টায় মনপুরা সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে ফিলিস্তিনের গাজা ররাফায় ইসরায়েলের বর্বরোচিত হামলা ও নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে কলেজ ক্যাম্পাসে মুখে কালো ব্যজ ধারন করে কলেজ ছাত্রদলের নেতাকর্মিরা। পরে দুপুর ১২ টায় উপজেলার হাজীর হাট বাজারে বিক্ষোভ মিছিল নিয়ে এসে মনপুরা প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে কলেজ ছাত্রদলের নেতাকর্মিরা। এসময় বক্তারা ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি বাহিনীর নৃশংস ও বর্বরোচিত হামলার প্রতিবাদ জানান। পাশাপাশি ইসরায়েলি সকল পন্য বয়কটের ডাক দেন তারা। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ একরামুল কবির, সরকারি কলেজ ছাত্রদল আহবায় সুজন মাহাবুব, সদস্য সচিব স্বপন মিয়া সহ কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মিবৃন্দ।