অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৮ই এপ্রিল ২০২৫ | ২৪শে চৈত্র ১৪৩১


মনপুরায় জামায়াত ও তৌহিদী জনতার ইসরায়েল বিরোধী বিক্ষোভ, পন্য বয়কটের ডাক


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ৭ই এপ্রিল ২০২৫ রাত ০৮:৪১

remove_red_eye

২০

সোহাগ মাহামুদ সৈকত, মনপুরা : ভোলার মনপুরায় ইসরাইল বিরোধী বিক্ষোভ করেছে জামায়াতে ইসলামী ও সর্বস্তরের তৌহিদী জনতা। পাশাপাশি ইসরায়েলের সকল প্রকার পন্য বয়কটের ডাক দিয়েছে ওলামায়ে কেরাম। এউপলক্ষ্যে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল শেষে পথসভা করে জামায়াত ও সাধারন মুসল্লিরা। সোমবার (৭ এপ্রিল) আসর বাদ জামায়াতের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল করা হয়। বিক্ষোভ শেষে জিরো পয়েন্টে এক পথসভা অনুষ্ঠিত হয়। জায়াতের উদ্যোগে আয়োজিত মিছিলটি উপজেলার হাজীর বাজার থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। বিক্ষোভ শেষে জিরো পয়েন্টে এক পথসভা করা হয়। এসময় জামায়াত নেতারাও ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি ইসরায়েলের সকল প্রকার পন্য বয়কটের ডাক দেন জামায়াত নেতারা। এসময় বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের সাবেক আমীর ও শুরা সদস্য মাওলানা মোঃ সামসুদ্দিন, শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মাওলানা মোঃ ইউনুছ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মাওলানা জামাল উদ্দিন ফরাজী, শুরা সদস্য মাওলানা মতিউর রহমান নিজামী, ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ জামাল উদ্দিন, উত্তর সাকুচিয়া ইউনিয়ন আমীর মাওলানা আবু সুফিয়ান, ১ নং মনপুরা ইউনিয়ন আমীর শাহ ইমরান চৌধুরী প্রমূখ। এদিকে সর্বস্তরের তৌহিদী জনতার উদ্যোগে মাগরীব বাদ উপজেলার হাজীর হাট বাজারে এক বিক্ষোভ মিছিল করা হয়। বিক্ষোভ শেষে জিরো পয়েন্টে এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তারা ইসরায়েল কর্তৃক সংগঠিত ফিলিস্তিনের গাজায় বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি ইসরায়েলের সকল প্রকার পন্য বয়কটের ডাক দেন বক্তারা। পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা মারকাজ মসজিদের খবিত মুফতী মোঃ ইউসুফ, উপজেলা তাবলীগ জামায়াতের আমীর মোঃ মাহবুবুর রহমান, মনপুরা প্রেসক্লাব সাধারন সম্পাদক সীমান্ত হেলাল প্রমূখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন, হাজীর হাট বাজার মসজিদের ইমাম হাফেজ আবদুল মান্নান।





আরও...