অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় করোনা উপসর্গ নিয়ে সাবেক ইউপি সদস্যের মৃত্যু


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২১শে জুন ২০২০ রাত ১২:৫২

remove_red_eye

১১৪৮

বাংলার কন্ঠ প্রতিবেদক:: ভোলায় দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাবেক এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার রাতে গুরুতর অসুস্থ অবস্থায় ভোলা জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
 
চরপাতা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ হেলাল উদ্দিন জানান, ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ৫২ বছরের সাবেক ওই ওয়ার্ড মেম্বার গত ১০ দিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিল। শনিবার রাতে তিনি গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে স্থানীয় পল্লী চিকিৎসকরা তাকে ভোলা হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। রাত ৮ টারদিকে এম্বুলেন্সে করে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। রাত ১০ টার দিকে সরকারি নিয়ম অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন করা হলেও নমুনা সংগ্রহ করেনি স্বাস্থ্যবিভাগ।