অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


স্বাধীনতার দিবস উপলক্ষে ভোলা জেলা বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৬শে মার্চ ২০২৫ বিকাল ০৫:০১

remove_red_eye

২৭৮

এইচ আর সুমন : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ ই মার্চ দুপুরে ভোলা জেলা বিএনপি কার্যালয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খান এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম,সভায় বক্তব্য রাখেন জেলা, বিএনপির যুগ্ম আহŸায়ক হূমায়ন কবির সোপান, যুগ্ন আহŸায়ক এনামুল হক, সদর উপজেলা সদস্য সচিব আলহাজ্ব হেলাল উদ্দিন, জেলা শ্রমিক দলের সভাপতি সহিদুল আলম মানিক, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ তানভীর হোসেন তালুকদার, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ,জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, জেলা জিয়া পরিষদ সভাপতি নূর নবী তালুকদার,সাধারণ সম্পাদক আকবর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবাহক মিজানুর রহমান মাসুদ, সদস্য সচিব মুনতাসির আলম চৌধুরী রবিন, সিনিয়র যুগ্ম আহবায়ক ইয়াকুব শাহ জুয়েল,প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। বিশেষভাবে স্মরণ করা হয় বিএনপির প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানকে। বক্তারা বলেন ২৬ মার্চ কেবল একটি তারিখ নয়, এটি আমাদের জাতীয় পরিচয়ের প্রতীক। এই দিন আমাদের শেখায় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে।
১৯৭১ সালের ২৬ মার্চ ছিল পাকিস্তানি শাসনের বিরুদ্ধে বাঙালির প্রতিবাদের চূড়ান্ত প্রকাশ এবং জাতীয় চেতনার জাগরণ।