অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


তজুমদ্দিনে গভীর রাতে বসত ঘরে চুরি শেষে আগুন দেয় দুর্বৃত্তরা


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৪শে মার্চ ২০২৫ সন্ধ্যা ০৬:৫৯

remove_red_eye

২৩৯

ফখরে আজম পলাশ, তজুমদ্দিন : ভোলার তজুমদ্দিনে গভীর রাতে ওমান প্রবাসীর বসতঘরে চুরি করার পর আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পুড়ে গেছে প্রায় ১০ লক্ষ টাকার মালামাল। সোমবার (২৪ মার্চ) রাত ১টার দিকে উপজেলার শম্ভুপুর ৯নং ওয়ার্ডের চাপড়াশি বাড়ির ব্রীজ সংলগ্ন নোয়াবের বাড়িতে ওমান প্রবাসী ফয়সালের বসতঘরে এ ঘটনা ঘটে। এসময় প্রবাসীর স্ত্রী-সন্তানরা কেউই বাড়িতে ছিলেন না বলে জানা গেছে। প্রবাসীর স্ত্রী জাহিদা বেগম জানান, আমি ৩ সন্তান নিয়ে বাবার বাড়িতে রমজানের দাওয়াত খেতে গিয়েছি। গভীর রাতে পার্শ্ববর্তী আত্মীয় স্বজন ফোন করে জানায় সিদ কেটে ঘরে ডুকে চুরি করার পর আগুন দিয়েছে অজ্ঞাত লোকেরা। ভোরে বাড়িতে এসে দেখি আমি নিঃস্ব হয়ে গেছি। আমাদের ঘরে রাখা ১২ মন চাউল, ৫টি খাট, ৩টি আলমারি, ১টি ফ্রিজ ও ১টি গর্ভবতী ছাগল সহ প্রায় ১০ লক্ষ টাকার মালামাল শেষ শেষ হয়ে গেছে। তজুমদ্দিন ফায়ার সার্ভিসের টিম লিডার মোখলেছুর রহমান জানান, ফায়ার সার্ভিস টিম রাত ২টায় ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করলেও ঘরসহ মালামাল পুড়ে অঙ্গার হয়ে গেছে। তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মোঃ মোহাব্বত খান জানান, সংবাদ পেয়ে সকালে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। দোষীদের সনাক্ত করার চেস্টা চলছে। তবে কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।