অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


লালমোহনে ১০৮ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৯শে জুন ২০২০ রাত ০৯:৩৪

remove_red_eye

৮১০

লালমোহন প্রতিনিধি:: ভোলার লালমোহনে ১০৮ পিস ইয়াবাসহ দুই জন কে আটক করেছে লালমোহন থানা পুলিশ। আটককৃত ২ জন হলেন আফসার উদ্দিন রাসেল (৪৫) ও হাফিজ (৩৫) দুইজনকে আজ (১৯ জুন)শুক্রবার বিকেল সোয়া ৪টায় লালমোহন বাজার চৌরাস্তা মোড় এলাকা থেকে তাদের কে আটক করা হয়।

 

আটক রাসেল চরফ্যাশন পৌর ৪নং ওয়ার্ড এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে এবং হাফিজ চরফ্যাশন পৌর ৩নং ওয়ার্ড এলাকার আহমদ উল্যাহর ছেলে।

 

থানা সূত্রে জানা যায়, মাদক অভিযানের অংশ হিসেবে শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন থানার এসআই মোঃ ইউসুফ, এএসআই হাসান মাহমুদ, মাহবুব, জহিরুলসহ সঙ্গীয় ফোর্স নিয়ে লালমোহন বাজার চৌরাস্তা এলাকা থেকে রাসেল ও হাফিজ কে আটক করেন। এসময় আটককৃতদের কাছ থেকে ১০৮পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

আটকের সত্যতা নিশ্চিত করে লালমোহন থানা অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির জানান, এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।