অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


সংস্কারের নাম করে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করলে জনগণ মেনে নেবে না: ইশরাক হোসেন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২১শে মার্চ ২০২৫ রাত ১১:৪১

remove_red_eye

১৫৮



ভোলা সদর উপজেলা বিএনপির  আয়োজনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দেশের কল্যাণে দোয়া ও ইফতার


বাংলার কণ্ঠ প্রতিবেদক : বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন বলেছেন, আওয়ামীলীগের রাজনীতির কবর গত ৫ আগস্ট রচনা হয়ে গেছে। যেটা মৃত সেটা নিষিদ্ধ করার কিছু নেই। নিষিদ্ধ হয়েই সে কবরে গিয়েছে বলে মন্তব্য করেন।
শুক্রবার (২১ মার্চ) বিকেলে ভোলা সদর উপজেলা বিএনপির আয়োজনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দেশের কল্যাণে দোয়া ও ইফতার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, এই বাংলাদেশ রাজনীতিতে খুনি হাসিনার ও তার দলের  বিচার না হওয়া পর্যন্ত রাজনীতি করার অধিকার থাকতে পারেনা। আওয়ামী লীগ কে যদি কেউ পুর্নবাসনের চেষ্টা করে তাহলে আমরা সর্বশক্তি দিয়ে রুখে দিবো। তিনি আরো বলেন,বর্তমানের অন্তবর্তী সরকারের কাছে আমাদের দাবি থাকবে তাদের বিচার যেন তরান্বিত করে হউক।
এসময় তিনি আরো বলেন, সংস্কারের নাম করে কেউ  নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করলে জনগণ সেটা মেনে নেবে না।


একটা কুচক্র রয়েছে সরকারের ভিতরে এবং বাহিরে থেকে বিএনপির সুনাম নষ্ট করার চেষ্টা করে যাচ্ছে। যাতে আগামী নির্বাচনে বিএনপির জনসমর্থন কমাতে পারে ও নির্বাচন যেন বিলম্বিত হয়।
বিএনপি’র প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি। আগামী নির্বাচনকে অনেক বড় চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। জনগণের সমর্থন ও মনকে জয় করে তাদের ভোট নিয়ে আমাদের দলকে ক্ষমতায় আনতে হবে।
ইশরাক হোসেন আরো বলেন,আমরা যখন নির্বাচনের কথা বলি তার মানে আমরা সংস্কার চাই না। সংস্কার কথা আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমনা ৩১ দফার মধ্যে দিয়ে দিয়েছে।
সংস্কার যদি বাস্তবায়ন করতে হয় তাহলে বিএনপির ধারাই সম্ভব বলে তিনি জানান। সংস্কারের নামে কেউ নির্বাচন বিলম্বিত করতে চাইলে তা মেনে নেওয়া হবে না। তিনি বলেন, দেশে আন্দোলন হয়েছিল গণতন্ত্রহীনতার বিরুদ্ধে, আর গণতন্ত্রের মূল বিষয় হচ্ছে ভোটাধিকার। যারা সংবিধান মুছে ফেলতে চায়, তারা সফল হবে না। আদর্শিক রাজনীতি করতে হবে এবং কোনো ধরনের ভেদাভেদ সৃষ্টি করা যাবে না।
এসময় আরও বক্তব্য রাখেন, ভোলা জেলা বিএনপির আহŸায়ক গোলাম নবী আলমগীর, সদস্য সচিব রাইসুল আলম, সদর উপজেলার বিএনপির আহŸায়ক আফিস আলতাফ,সদস্য সচিব হেলাল উদ্দিন,ঢাকা আইনজীবী সমিতির এ্যাডভোকেট জুয়েল খান প্রমুখ।