অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


ভোলা খালকে অবৈধ দখলমুক্ত ও খনন করার দাবিতে মানববন্ধন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২০শে মার্চ ২০২৫ রাত ০৮:৩৭

remove_red_eye

১৫৯

বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলা খালকে অবৈধ দখলমুক্ত ও খনন করার দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ভোলা প্রেসক্লাবের সামনে সর্বস্তরের জনগণের ব্যানারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ভোলা শহরের মধ্যদিয়ে বয়ে যাওয়া এ খালটি মেঘনা ও তেঁতুলিয়া নদীর সাথে সংযোগ সৃস্টিকারী খাল। এক সময়নবড় বড় নৌযানে বাণিজ্যিক মালামাল পরিবহন করা হতো। কিন্তু অবৈধ দখল ও দুষণে খালটি এখন মৃত প্রায়। বন্ধ হয়ে গেছে নিয়মিত জোয়ার ভাটা। বক্তারা আরও বলেন, এক সময় ভোলার প্রতিটি উপজেলায় উৎপাদিত খাদ্যশষ্য আনানেওয়া করা যেতো এ খাল ব্যবহার করে। ভোলা শহরের মানুষের নিত্য প্রয়োজনীয় কাজে ব্যবহৃত হতো এ খাল। কালের বিবর্তনে আলটি আজ মৃতপ্রায়। দখল-দুষণে মরতে বসেছে খাল। তাই এর দুপাশ দখল মুক্ত করে পূণখনন করা হোক। যাতে অগ্নিকান্ডের মতো কোনো দুর্ঘটনা ঘটলে পানির অভাব না পড়ে। খালটি আগের অবস্থায় ফিরিয়ে আনতে অবৈধ দখলমুক্ত ও খনন করে জোয়ার ভাটার স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার দাবিসহ ভোলা জেলা প্রশাসক এবং পানি উন্নয়ন বোর্ড সহ সকল দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানান। এ সময় বক্তব্য রাখেন- ভোলা জেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি মীর মো. বেলায়েত হোসেন, নারীনেত্রী মুক্তি আক্তার, সাংবাদিক সোলাইমান, ভোলা রেড ক্রিসেন্ট সোসাইটির যুব প্রধান সাদ্দাম হোসেন, তরুন সংগঠক আল-আমীন প্রমুখ।