অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


ভোলার দক্ষিণ আইচায় গণধর্ষণ মামলারদুই আসামি গ্রেফতার


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২০শে মার্চ ২০২৫ সন্ধ্যা ০৭:২২

remove_red_eye

১৪৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা দক্ষিণ আইচা থানার গণধর্ষণ মামলার এজার ভুক্ত দুই আসামি মোঃ আক্তার (২০) ও মোঃ মনির (২৫)কে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত আসামীরা দক্ষিণ আইচা এলাকার বাসিন্দা। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংএর মাধ্যমে এসব তথ্য জানান ভোলা অতিরিক্ত পুলিশ সুপার আছাদুজ্জামান। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, দক্ষিণ আইচা থানার ঢালচর ইউনিয়নের এক নারী কে গত বছরের ৬ মার্চ মধ্যরাতে ঢালচর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড ভদ্রপাড়া আজাহার মাষ্টার বাড়ী সংলগ্ন মেঘনা নদীর তীরে ঘাসের উপর আটককৃত আসামীরা একসঙ্গে জোর পূর্বক ধর্ষণ করে। একই সাথে মোবাইলে ধর্ষণের ভিডিও চিত্র ধারন করে।ওই ঘটনায় দক্ষিণ আইচা থানায় ২৫ শে ফেব্রুয়ারী ২০২৫ তারিখে নারী ও শিশু নির্যাতন আইন এবং পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।এই মামলায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার(১৯ মার্চ) রাতে যশোর মনিরামপুর থেকে মোঃ আক্তার এবং নারায়নগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে মোঃ মনির কে সেখানকার স্থানীয় পুলিশের সহায়তায় তাদের কে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের ভোলায় নিয়ে আসা হয়।