অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


মনপুরায় ছাত্রদ‌ল নেতা নিহ‌তের ঘটনায় হত্যামামলা, গ্রেফতার ৪, বিক্ষোভ ও মানববন্ধন


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ২০শে মার্চ ২০২৫ সন্ধ্যা ০৭:১৫

remove_red_eye

২১৫

মনপুরা প্রতি‌নি‌ধি : ভোলার মনপুরা উপজেলায় দ‌ক্ষিণ সাকু‌চিয়া ইউনিয়‌ন ছাত্রদ‌লের সা‌বেক সাধারন সম্পাদক মো: রা‌শেদ নিহ‌তের ঘটনায় মামলা দা‌য়ের করা হ‌য়ে‌ছে। উক্ত মামলায় ৪ জন‌কে গ্রেফতার ক‌রে‌ছে পু‌লিশ। গ্রেফতারকৃতরা হ‌লেন, মো: র‌হিম মি‌ঝি, জ‌সিম উদ্দিন, আল মামুন ও আল আমিন। তারা সবাই মনপুরা উপ‌জেলার দ‌ক্ষিণ সাকু‌চিয়া ইউনিয়‌নের বা‌সিন্দা। এব্যাপারে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো: আহসান কবীর জানান, নিহত রা‌শেদের বড় ভাই মো: আজাদ বাদী হ‌য়ে আজ বৃহস্প‌তিবার রাত আড়াইটার দি‌কে মনপুরা থানায় ১৭ জ‌নের না‌ম উল্লেখ ও অজ্ঞাত ৭ থে‌কে ৮ জন‌কের বিরু‌দ্ধে মামলা ক‌রেন। প‌রে আজ সকা‌লের দি‌কে আমরা অ‌ভিযান চা‌লি‌য়ে চারজন‌কে গ্রেফতার ক‌রে‌ছি। বাকী‌দেরও গ্রেফতা‌রে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ‌্য, মনপুরা উপ‌জেলার দ‌ক্ষিণ সাকু‌চিয়া ইউনিয়‌নের নুরউদ্দিন মা‌র্কেট সংলগ্ন বে‌ড়ি বাঁধের কাজ চল‌ছিল। ওই কা‌জের জিও ব‌্যা‌গের কাজ করা নি‌য়ে নি‌য়ে প্রভাবশালী গিয়াস উদ্দিন মি‌ঝির ও  সোহান গোহাগ বদ্দার ম‌ধ্যে দ্বন্দ্ব চ‌লে আস‌ছিল। এঘটনা‌কে কে‌ন্দ্রে ক‌রে বুধবার সকা‌লের দি‌কে সোহান সোহাগ বদ্দার ও রা‌শেদসহ ক‌য়েকজন ওই কা‌জের সেখা‌নে গে‌লে তা‌দের ম‌ধ্যে প্রথ‌মে বাক বির্তক বাঁ‌ধে। প‌রে সংঘর্ষ সৃ‌ষ্টি হয়।

ওই সংঘ‌র্ষের ঘটনায় গিয়াস উদ্দিন মি‌ঝিসহ তার লোকজনের হামলায় রা‌শেদ গুরুতর আহত হন। এঘটনায় উভয় গ্রু‌পের অন্তত ৮ জন আহত হন। এর ম‌ধ্যে রা‌শেদের অবস্থা গুরুতর হওয়ায় তা‌কে প্রথ‌মে  চরফ‌্যাশন উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে পরবর্তী‌তে তা‌কে উন্নত চি‌কিৎসার জন‌্য ঢাকায় নেওয়ার প‌থে রাত ৮ টার মারা যান। এদিকে দ‌ক্ষিণ সাকু‌চিয়া ইউনিয়‌নের ছাত্রদ‌লের সা‌বেক সাধারন সম্পাদক মো: রা‌শেদের হত্যার সাথে জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবীতে বিক্ষোভ, মানববন্ধন ও স্মরকলিপি পেশ করেছে বিএনপি দলীয় ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম সমর্থিত ছাত্রদলের একাংশ। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব সামস উদ্দিন বাচ্ছু চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মফিজুর রহমান মিলন মাতাব্বর, সাংগঠনিক সম্পাদক, মাহবুবুল আলম শাহীন, বিএনপি নেতা অ্যাডভোকেট রফিকুল ইসলাম, মাস্টার জামাল উদ্দিন, জলিল মেম্বার, ছাত্রদলের সাবেক সভাপতি আল আমীন, সাবেক সম্পাদক নুর আলম শামীম, ছাত্রদল নেতা, রাকিব, মামুন, রুবেলসহ বিএনপি ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ।