অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় ৫২৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যাবসায়ী আটক


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৯শে জুন ২০২০ সন্ধ্যা ০৬:৫৪

remove_red_eye

১১২৬

চরফ্যাশন প্রতিনিধি :: ভোলার চরফ্যাশনে ৫২৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার (১৯জুন) বিকেলে উপজেলার শশিভূষণ এলাকা থেকে পুলিশ তাদের আটক করে।

আটককৃতরা হলেন, একই এলাকার দক্ষিণ চরমঙ্গল গ্রামের বাসিন্দা সিদ্দিক বেপারীর ছেলে মো: কবির (২৮) ও হাসেম বেপারীর ছেলে মো: কামাল হোসেন (৩০)।

শশিভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ: রফিকুল ইসলাম জানান, শুক্রবার বিকেলে দক্ষিণ আইচা-শশীভূষণ মহাসড়কে পুলিশ নিয়মিত তল্লাশি চালাচ্ছিল। এসময় মোটরসাইকেলে আসা কবির ও কামাল নামে দুই চিহ্নিত মাদক ব্যবসায়ীকে ৫২৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। তারা দীর্ঘদিন ওই এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত ছিল।

এ ঘটনায় শশীভূষণ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।