অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


চরফ্যাশনে হাজারো মানুষের সাথে ইফতার করলেন জামায়াতের এমপি প্রার্থী


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৬ই মার্চ ২০২৫ সন্ধ্যা ০৭:৪২

remove_red_eye

৫৭১

চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশন উপজেলার চর কলমী ইউনিয়নে ইফতারের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চর কলমী ইউনিয়ন শাখা। রবিবার( ১৬ মার্চ) বিকালে ইউনিয়নের সাড়েক খালী এলাকায় আল-আমিন সোহাগ হাওলাদারের বাড়িতে ইফতার অনুষ্ঠিত হয়। ইফতার অনুষ্ঠানে মাহে রমাদান শীর্ষক আলোচনায় প্রধান অতিথি'র বক্তব্যে ভোলা জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও ভোলা -৪( চরফ্যাশন - মনপুরা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল বলেন, ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে কাজ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সমাজ থেকে অন্যায়, অবিচার, জুলুম দূর করতে নৈতিক শিক্ষার বিকল্প নেই। একমাত্র আল কোরআনের শিক্ষাই আমাদের জন্য নৈতিক শিক্ষা। এ সময় তিনি আগামী দিনে ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধভাবে সবাইকে ইসলামের ছায়াতলে আসার আহবান জানান। চরকলমী ইউনিয়ন জামায়াতে ইসলামী'র আমীর ওবায়েদুল্লাহ কামালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী'র কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ভোলা জেলা সেক্রেটারি কাজী মাওলানা হারুন অর রশিদ, চরফ্যাশন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ পুরানা পল্টন অঞ্চল জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী মো: আল-আমিন সোহাগ হাওলাদার, চরফ্যাশন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট রমিজ উদ্দিন, সহ-সভাপতি এডভোকেট তরিকুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আবুল কাশেম, সহকারী সেক্রেটারী এডভোকেট এনামুল হক রায়হান প্রমুখ। ইফতার মাহফিলে শিক্ষক,আইনজীবী, সমাজ সেবক, রাজনীতিবিদ, সাংবাদিক, ব্যবসায়ীসহ কয়েক হাজার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। এর আগে বিকাল ৩ টায় পাশ্ববর্তী নজরুল নগর ইউনিয়নে জামায়াতে ইসলামীর আয়োজনে বাবুর হাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল।