অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


ভোলায় নারীর প্রতি সহিংসতা বন্ধ ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১১ই মার্চ ২০২৫ বিকাল ০৩:৪৯

remove_red_eye

১২৭

বাংলার কন্ঠ প্রতিবেদক : দেশব্যাপী নারীর প্রতি সহিংসতা, নিপীড়ন ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে ভোলায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার দুপুরে ভোলা প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে তারা ঘন্টাব্যাপী এই কর্মসূচী পালন করেন। এ সময় শিক্ষার্থীরা বলেন,আমরা চাই ধর্ষকদের দ্রুত গ্রেপ্তার ও বিচার এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড যাতে দেয়া হয়। পাশপাশি নারীদের নিরাপত্তা নিশ্চিত করে দাবি জানিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্ভেগ প্রকাশ করেন শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিন করে প্রেস ক্লাব চত্বর এসে শেষ হয়।