অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


লালমোহনে বসত ঘরে চুরি


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৮ই জুন ২০২০ সন্ধ্যা ০৭:২৩

remove_red_eye

৯৭২


লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে সিঁধ কেটে বসত ঘরে চুরি করা হয়েছে। গত সোমবার (৮ জুন) গভীর রাতে উপজেলার লালমোহন ইউনিয়নের ফুলবাগিচা এলাকার ডা. হানিফ মাষ্টার বাড়ির মিরাজ উদ্দিনের ঘরে এ চুরির ঘটনা ঘটে। এসময় চোরচক্র ত্রিশ হাজার টাকা দামের একটি স্বর্ণের  চেইন, নগদ ৪১ হাজার টাকা ও হুয়াই ু৬১১ মডেলের  একটি মোবাইল ফোন নিয়ে যায়। এ ঘটনায় গত ১৪ জুন ভূক্তভোগী মিরাজ উদ্দিন লালমোহন থানায় একটি অভিযোগ দায়ের করেন।
মিরাজ উদ্দিন বলেন, গভীর রাতে চোর চক্র আমার বসত ঘরে হানা দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ মালামাল নিয়ে যায়। যার ভিতরে আমার ব্যক্তিগত অনেক ডকুমেন্টস রয়েছে। যার কারণে থানায় আমি অজ্ঞাত কয়েক জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি।