অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৭শে মার্চ ২০২৫ | ১৩ই চৈত্র ১৪৩১


দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতার প্রতিবাদে ভোলায় শিক্ষার্থীদের বিক্ষোভ মানববন্ধন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১১ই মার্চ ২০২৫ সকাল ১১:০২

remove_red_eye

৪২

মো: হাসনাইন আহমেদ : দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধষর্ণ  এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির  প্রতিবাদে ভোলায় মানববন্ধন বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে । সোমবার (১০ মার্চ ) দুপুরে ভোলা আলতাজের রহমান কলেজ ছাত্রদলের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঘন্টা ব্যাপী মানববন্ধনে কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশ নেন। আলতাজের রহমান কলেজ ছাত্রদলের সভাপতি প্রত্যাশি মোঃ হাবিব নবাবের সভাপতিত্বে এসময় মানববন্ধনে বক্তারা বলেন,বিচারহীনতার সংস্কৃতির কারণেই নারী নির্যাতন ও সহিংসতার ঘটনা দিন দিন বাড়ছে। তারা অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীরা  ন্যায়বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।





আরও...