অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫ | ২০শে চৈত্র ১৪৩১


মনপুরায় কর্মকর্তা না থাকায় পালিত হয়নি বিশ্ব নারী দিবস 


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ৮ই মার্চ ২০২৫ রাত ০৮:৫৪

remove_red_eye

১২৯

মনপুরা প্রতিনিধি: সারা দেশে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হলেও ব্যতিক্রম ছিলো বিছিন্ন দ্বীপ মনপুরা উপজেলা । মহিলা বিষয়ক কর্মকর্তা না থাকায় পালিত হয়নি আন্তর্জাতিক নারী দিবস। শনিবার সারাদিন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্মতার কার্যালয় বন্ধ অবস্থায় দেখা যায়।  এই উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রতিবছর বিভিন্ন কর্মসূচীর আয়োজন হলেও এই বছর দিবসটি উৎযাপনে কোন কিছুর আয়োজন করেনি কর্তৃপক্ষ। এতে এই দ্বীপের নারীদের প্রতি চরম বৈষম্য করা হচ্ছে জানিয়েছেন স্থানীয়রা। তবে তারা আশা প্রকাশ করেন পরে হলেও যেন এই দিবসটি পালন করা হয়। এদিকে মনপুরায় জাতীয় মহিলা সংস্থার কেন্দ্র  ও নারী ফোরাম কেন্দ্র থাকলেও নারীদের নিয়ে কাজ করছে না তারা । তবে আন্তর্জাতিক নারী দিবস পালিত না হওয়ায় মহিলা বিষয়ক কর্মকর্তা ও মহিলা সংস্থা কর্মকর্তা ( তথ্য আপা) কে দুষছেন সচেতন মহল । এই ব্যাপারে মনপুরায় জাতীয় মহিলা সংস্থা কর্মকর্তা ( তথ্য আপা)  শম্পা বলেন, হেড অফিস থেকে নারী দিবস পালনের কোন নির্দেশনা না থাকায় বিশ্ব নারী দিবস এর কোন আয়োজন করা সম্ভব হয়নি । এই ব্যাপারে মনপুরার দায়িত্বে থাকা চরফ্যাসন উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা  নুর নবী মুঠোফোনে জানান, আমি দুই উপজেলার দায়িত্বে আছি । তাই অতিরিক্ত দায়িত্ব থাকায় মনপুরায় বিশ্ব নারী দিবস পালন হয়নি। তবে আগামী ১০ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হবে । এই ব্যাপারে মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক  বলেন, মনপুরা মহিলা বিষয়ক কার্যালয়ে জনবল কম থাকায় তারা এই দিবসটি সঠিক সময়ে পালন করতে পারেনি । আগামী ১০ মার্চ ২ টি অনুষ্ঠান এক সাথে পালন করা হবে।





আরও...