অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় এক দিনের ব্যবধানে করোনা উপসর্গে দুই ভাইয়ের মৃত্যু


অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ১৭ই জুন ২০২০ রাত ০৯:৫৮

remove_red_eye

১১৬৭

অচিন্ত্য মজুমদার :: ভোলার চরফ্যাশনে করোনা উপসর্গ নিয়ে এক দিনের ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। তারা উপজেলার পৌর ৩নং ওয়ার্ডে গোদাবাড়ি এলাকায় বাসিন্দা। এদের মধ্যে একজন চরফ্যাসন উপজেলা কৃষি উপসহকারি কর্মকর্তা ও অন্যজন ব্যবসায়ী।  

চরফ্যামন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন কুমার বসাক জানান, আজ বুধবার দুপুরে জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত পৌরসভার ৩নং ওয়ার্ডের ৬০ বছর বয়সী ব্যবসায়ী ননিগোপাল দাসকে মুমূর্ষ অবস্থায় চরফ্যাশন হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। পরে করোনা সন্দেহে তাকে স্বাস্থ্যবিধি মেনে সৎকার করার পাশাপাশি তার নমুনা সংগ্রহ করা হয়।

অপরদিকে, গত সোমবার তার ছোট ভাই ৫৮ বছর বয়সী চরফ্যাশন উপজেলা কৃষি উপসহকারি কর্মকর্তা চিত্তরঞ্জন দাসের একই উপসর্গ নিয়ে মৃত্যু হয়। তাকে সরকারি নিয়ম অনুযায়ী সৎকার করা হলেও নমুনা সংগ্রহ করেনি স্বাস্থ্য বিভাগ।