অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে ইলিশের অভয়াশ্রম রক্ষায় টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৭ই মার্চ ২০২৫ বিকাল ০৫:০৮

remove_red_eye

১১৬

দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে ইলিশের অভয়াশ্রম রক্ষা এবং জেলে তালিকা হালনাগাদ  সংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত  হয়েছে।
 
বৃহস্পতিবার ( ৬ মার্চ) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।  এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিয়তি রাণী কৈরী। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাসনাইনের সঞ্চালনায় সভায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদ করিম,  মৎস্য ব্যবসায়ী আবুল বশির, জেলে সমিতির নেতা নাদিমসহ প্রমুখ বক্তব্য রাখেন।
 
 বক্তারা  ১ লা মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস মেঘনা নদীর ইলিশের অভয়াশ্রমে জাটকা নিধন রোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা, স্থানীয়   জেলে ও জেলে সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।