অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ব্যাংক ম্যানেজারের বিদায়ী সংবর্ধনা ও ইফতার মাহফিল


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৬ই মার্চ ২০২৫ রাত ০৯:১১

remove_red_eye

২১৮

চরফ্যাশন প্রতিনিধি: রূপালী ব্যাংক জিন্নাগড় শাখা ব্যবস্থাপক আরমান কিবরিয়ার বিদায়ী সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল চরফ্যাশন উপজেলার রূপালী ব্যাংক জিন্নাগড় শাখা কার্যালয়ে ব্যাংক ব্যবস্থাপক (অপারেশন) কামাল হোসেনের সভাপতিত্বে এ সংবোর্ধনা সভায় বক্তব্য রাখেন, লালমোহন শাখা ব্যবস্থাপক আবুল হোসেন, শিক্ষক ও গ্রাহক আলমগীর হোসেন টিপু, কালের কন্ঠ প্রতিবেদক কামরুল শিকদার বক্তব্য রাখেন। এসময় চরফ্যাশন প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক ও ইত্তেফাক প্রতিনিধি মিজানুর রহমান নয়ন,সাংগঠনিক সম্পাদক ভোরের কাগজ প্রতিনিধি এআর সোহেব চৌধুরী ও মানবজমিন পত্রিকার প্রতিনিধি শাহাবুদ্দিন শিকদার বাংলাদেশ বাণী প্রতিনিধি আরিফ হোসেনসহ ব্যাংক গ্রাহকরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা শাখা ব্যবস্থাপক আরমান কিবরিয়ার ভুয়সী প্রশংসা করেন। জানাগেছে তিনি রূপালী ব্যাংক ভোলা কর্পোরেট শাখায় পদন্নোতি পেয়ে যোগদান করেন।