অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলার পূর্ব ইলিশায় চাল না পেয়ে জেলেদের বিক্ষোভ মিছিল


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৫ই অক্টোবর ২০১৯ রাত ১১:১২

remove_red_eye

৭৫৯

জসিম রানা : মা ইলিশ রক্ষায় ২২দিনের অভিযানের ৭ দিন শেষ হলেও ভোলার পূর্ব ইলিশ ইউনিয়নের বহু জেলে চাল পায়নি। আবার যারা চাল পেয়েছেন তাদেরকেও কম চাল দেয়ায় মঙ্গলবার বিকালে পূর্ব ইলিশা ইউনিয়নের মেঘনা নদীর তীরে বিক্ষোভ করেছে ক্ষুব্ধ জেলেরা। চাল না পেয়ে বিক্ষুব্ধ জেলেরা ইউপি চেয়ারম্যানকে দায়ী করেন। পূর্ব ইলিশা ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে জেলেদের চাল আত্মসাতের অভিযোগ করেন।

বিক্ষোভ মিছিলে জেলেরা জানায়, পূর্ব ইলিশা ইউনিয়নে ২৪০ জেলের জেলে কার্ড থাকলেও এবার শুধু ১০০ জেলে পেয়েছে পূর্নবাসনের চাল। ২০ কেজি করে চাল পাওয়ার কথা থাকলেও যারা পেয়েছেন তাদেরকে ১২ থেকে ১৫ কেজি করে চাল দেয়া হয়। জেলেরা আক্ষেপ করে বলেন,অভিযানের মধ্যেও আমরা ছেলে সন্তানের মুখে ভাত তুলে দেওয়ার জন্য বাধ্য হয়ে নদীতে যাই। তাও আবার পুলিশ,কোষ্টগার্ডের হাতে আটক হই। হয় জেল নয়তো গুনতে হয় জরিমানা। অথচ আমরা সরকারের সহায়তার চাল পাচ্ছি না। জেলেরা জানায়, মা ইলিশ রক্ষায় আমরাও নদীতে যেতে চাই না কিন্তু কী করবো ? যদি পূর্নবাসনের চাল না পাই তবে বাধ্য হয়েই নদীতে যেতে হবে। পেটে ভাত না থাকলে,ক্ষুধা অভিযান মানে না।
জেলেরা অভিযোগ করে বলেন, পূর্ব ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান হাসান আহমেদ হাসান মিয়া জেলেদের সঠিক ভাবে চাল দিচ্ছেন না। এখনো বাকি থাকা ১৪০ জেলের কার্ড ইউনিয়ন পরিষদে। এছাড়া নতুন করে ট্যাক্সের নাম দিয়ে প্রত্যেক জেলের ঘর থেকে ৫০০ থেকে ৭০০ টাকা চাঁদা দাবি করছে বলেও তারা অভিযোগ করেন।
এ ব্যাপারে পূর্ব ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান হাসান আহমেদ হাসান মিয়া জানান, জেলেদেও চাল বিতরনে কোন অনিয়ম হয়নি। তিনি সঠিক ভাবেই নিয়ম মেনে চাল বিতরন করেছেন বলে দাবী করেন। তিনি আরো বলেন, স্থানীয় ফারুক পূর্ব শক্রতার বশত তার বিরুদ্ধে এসব করাচ্ছে।