অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


চরফ্যাশনে পিএইচডির মা সমাবেশ অনুষ্ঠিত 


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১লা মার্চ ২০২৫ বিকাল ০৪:৫৬

remove_red_eye

১৭৯

এআর সোহেব চৌধুরী,চরফ্যাশন: প্রজনন স্বাস্থ্যসেবা গর্ভবতী, প্রসূতি ও নবজাতকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।   শনিবার (১ মার্চ) চরফ্যাশন উপজেলার চরকলমী ইউনিয়নের আঞ্জুরহাট মাধ্যমিক বিদ্যালয়ে প্রায় ২শতাধিক নারীর অংশগ্রহণে এই মা সমাবেশ অনুষ্ঠিত হয়। লিখন মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সালাউদ্দিন, সভাপতিত্ব করেন সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউল করিম,স্বাগত বক্তব্য রাখেন প্রকল্পের জেলা ব্যবস্থাপক জনাব জাকির হোসেন। অনুষ্ঠান শেষে বিনামূল্যে রক্তের গ্রুপ, এএনসি/পিএনসি,কিশোরী সেবা ও পরিবার পরিকল্পনা সেবা প্রদান করা হয়।আয়োজিত মা সমাবেশ সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গ্লোবাল এফেয়ার্স কানাডা ও জাতিসংঘের প্রতিষ্ঠান ইউএনএফপিএ এর অর্থায়নে পার্টনার্স ইন হেলথ এন্ড ডেভেলপমেন্ট (পিএইচডি) এর বাস্তবায়নে এসআরএমএনসিএএইচ প্রকল্পে ভোলা জেলার ৫টি উপজেলার ৮ টি ইউনিয়নের মানুষ সরাসরি উপকৃত হচ্ছে।