অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৭শে মার্চ ২০২৫ | ১৩ই চৈত্র ১৪৩১


দৌলতখানে দ্রব্যমূল্য সহনশীল রাখার দাবিতে জামায়াতের মিছিল


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ২৮শে ফেব্রুয়ারি ২০২৫ রাত ১০:০১

remove_red_eye

৪৮

দৌলতখানে প্রতিনিধি : পবিত্র রমজান মাসের আগমন উপলক্ষে রমজানকে স্বাগত জানিয়ে,রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনশীল রাখার দাবিতে ভোলার দৌলতখানে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
 
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে দৌলতখান জামায়াতে ইসলামীর আয়োজনে বিক্ষোভ মিছিলটি দৌলতখান পৌর শহরের মেইন মেইন সড়ক প্রদক্ষিণ করে। পরে দৌলতখান বাজারের দক্ষিণ মাথা চত্বরে রমজানের পবিত্রতা রক্ষার্থে  বিভিন্ন দাবি তুলে ধরেন উপজেলা আমির হাসান তারেক।
 
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা মজলিসে শূরা সদস্য উপাধক্ষ্য মাওলানা অলিউল্লা কবির, উপজেলা সেক্রেটারি মাওলানা আশরাফ উদ্দিন ফারুক, উপজেলা তারবিয়াত সম্পাদক মাওলানা জামাল উদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ নিজাম উদ্দিন, উপজেলা জামায়াতের শূরা সদস্য মো. আবুল কালাম আজাদ, পৌরসভা আমির প্রভাষক গোলাম মাওলা সহ প্রমুখ।




আরও...